রবিবার ১৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৬

27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
spot_imgspot_img

রবিবার ১৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ২৪শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি বিকাল ৩:৫৬

ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন স্পেন প্রবাসী মনিরুল ইসলাম পাটোয়ারী

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উত্তর চরবড়ালী হাজী ফজলুর রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন, স্পেন বিএনপির সভাপতি ও হাজী ফজলুর রহমান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্পেন প্রবাসী মনির হোসেন পাটোয়ারী।
জনপ্রতি দুই হাজার টাকা করে ৬’শ প্রতিবন্ধীদের মাঝে এ সহায়তা প্রদান করেন তিনি।
রোববার (২৯ডিসেম্বর) সকালে কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পেন প্রবাসী মনিরুল ইসলাম পাটোয়ারী বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এরা আল্লাহর নেয়ামত। যার ঘরে প্রতিবন্ধী আছে, সে ঘরে আল্লাহর নেয়ামত রয়েছে। আল্লাহ আমার হাত দিয়ে আপনাদেরকে আর্থিক সহায়তা প্রদান করতে পেরে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহর নেক দৃষ্টি আমার প্রতি ছিল বলেই আমি আজ এ প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি। প্রবাসে আমার কষ্টউপার্জিত পয়সায় আপনাদের সেবা করতে পেরে আমি সন্তুোষ প্রকাশ করছি। আগে দেশে অ-রাজনৈতিক সরকার ছিল, তাদের অস্থিরতার কারণে কাউকে প্রকাশ্যে দান করতে পারি নাই, গোপনে দান করেছি। আমার পিতা মরহুম ফজলুর রহমান কল্যাণ ট্রাস্ট নামে আমি এই প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের নামকরণ করেছি। আপনারা আমার বাবার জন্য ও আমার জন্য দোয়া করবেন।
কালির বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক শহীদউল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সফিউল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মোল্লা,শাহাবুদ্দিন মাস্টার, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, ১৫নং ইউপি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, ৮ নং ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ ৭ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মোল্লা, ১৬ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ খানঁ, ছাত্র নেতা শামসুল ইসলাম পিন্নু, ফারজানা আক্তার প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ