স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী আখন বাড়ী হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার ছবক উদ্ধোধন,বই বিতরণ ও ২০২৪ সালের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইলিয়াস ফরিদী। অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হারুন অর রশিদের সভাপতিত্বে ও শিক্ষক হযরত মাওলানা ইমরান হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ রাসেল আখন ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান আখন।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকির হোসেন, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবুল কাশেম, মাওলানা আরিফ হোসেন।
এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ এবং ছবক উদ্ধোধন করেন মাওলানা ইলিয়াস ফরিদী।
উল্লেখ্য হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রঃ) ১৯৮১ সালে এই মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বর্তমানে হেফজখান সহ আবাসিক অনাবাসিক মিলে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।




