শুক্রবার ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:০৫

18.8 C
Bangladesh
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
spot_imgspot_img

শুক্রবার ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ভোর ৫:০৫

ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির তফসিল ঘোষণা : ৮ ফেব্রুয়ারী নির্বাচন

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের (রেজি:নং-৭৫/চাঁদ/৯৮ ইং) ব্যবস্থাপনা কমিটির তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এবং প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ ফারুক আলম এ তফসিল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদ ১টি, সহ-সভাপতি পদ ১টি, সম্পাদক পদ ১টি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদ ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭জানুয়ারী) সকালে সমিতির কার্যালয়ে তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফারুক হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহকারী নির্বাচন কমিশনার মো. আবু সাঈদ বেপারী, মো. মালেক ফরাজি মানিক, ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি জাকির হোসেন জুয়েল, কোষাধ্যক্ষ রহমত উল্লাহ সরকার, সদস্য মিজানুর রহমান, মো.মিন্টু, আলাউদ্দিন, নূরমোহাম্মদ খান, এরশাদ ছেংগারচর পৌর যুবদল নেতা বাবু খান, শাহআলম, সাইফুল বেপারী, মো. হোসেন, আরিফ লস্কর, রজ্জব আলী, ছাত্রদল নেতা তুষার বাবু, রোবেল ঢালী, তানভীরসহ বাজারের ব্যবসায়ী,গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী ১৩ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ, মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৬ জানুয়ারি বেলা ১টা, মনোনয়নপত্র বাছাই ১৬ জানুয়ারি বেলা ২টা, মনোনয়নপত্র বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ ১৬ জানুয়ারী, মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থীর আপিল ১৯ জানুয়ারি সকাল ৯টা থেকে ২০ জানুয়ারী বিকাল ৫টা জেলা সমবায় কার্যালয়ে, মনোনয়নপত্র বাতিল প্রার্থীদের আপিলের শুনানী ২১ থেকে ২৩ ফেব্রুয়ারী, আপিলের শুনানী শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ২৬ জানুয়ারী বেলা ১২টায়, প্রার্থীতা প্রত্যাহার ২৬ ফেব্রুয়ারী বেলা ১১টা থেকে দুপুর ১টা, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২৯ জানুয়ারি বিকাল ৪টা ও ভোট গ্রহন ৮ ফেরুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। ভোট কেন্দ্রের স্থান ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ