স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বাংলাদেশ প্রতিদিনের ১৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ।
তারা বলেন, বাংলাদেশ প্রতিদিনের কাছ থেকে সম্পাদনার নিয়ম-নীতিসহ অনেক কিছুই শিখেছি। যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারনে মূলধারার মিডিয়াগুলো জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা অনেকটা হারিয়েছিল। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফেক নিউজ দেয়ার কারণে সমাজে তারা গ্রহণযোগ্যতা হারাচ্ছে। এখনই সময় আমাদের মূলধারার মিডিয়াগুলোকে সঠিক নিউজ দিয়ে এগিয়ে নেওয়া এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শওকত আলী, আব্দুল আউয়াল রুবেল, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট- ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মোসাদ্দেক আল আকিব।




