শুক্রবার ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৪

18.8 C
Bangladesh
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
spot_imgspot_img

শুক্রবার ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ভোর ৫:৫৪

চাঁদপুর সাহিত্য মঞ্চ’র নতুন কমিটি গঠন: সভাপতি আশিক বিন রহিম, সম্পাদক আল-আমিন

স্টাফ রিপোর্টার: ‘শাশ্বত সত্য ও সুন্দরের পথে’ এই শ্লোগানে পথচলা চাঁদপুরের শিল্প-সাহিত্যের সংগঠন ‘সাহিত্য মঞ্চ’র ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৫ মার্চ শনিবার সন্ধ্যায় সংগঠনটির বার্ষিক ইফতার মাহফিল ও কার্যকরী কমিটির সভা শেষে ৩টি পদে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতির পদে আশিক বিন রহিম, সাধারণ সম্পাদক পদে সাদ আল-আমিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ হানিফ নির্বাচিত হন।

এর আগে সংগঠনের বার্ষিক ইফতার মাহফিল শেষে কার্যকরী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠনকল্পে সংগঠনের সভাপতি মাইনুল ইসলাম মানিক তার পরিষদের কার্যকরী কমিটি (মেয়াদ পূর্ণ হওয়ায়) বিলুপ্ত ঘোষণা করেন। পাশাপাশি নতুন কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন। একই সাথে তিনি সংগঠনের নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে এবছর সভাপতি পদে প্রার্থী হবেন না- বলে অভিমত প্রকাশ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- ইয়াছিন দেওয়ান, এসএম তাইয়েব হোসেন ও হেসেন বেপারী। নির্বাচন পরিচালনা কমিটি সংগঠনের গণতন্ত্র অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ভোটারদের কাছে গোপন ভোট আহ্বান করেন। এর পাশাপাশি দেশে এবং বিদেশে (দূরে থাকা) অন্যান্য সদস্যদের কাছ থেকে অনলাইনে ভোট সংগ্রহ করেন।

প্রাপ্ত ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে আশিক বিন রহিম, সাধারণ সম্পাদক পদে সাদ আল-আমিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ হানিফ নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন, সাহিত্য মঞ্চের সাবেক সাবেক সভাপতি মাইনুল ইসলাম মানিক, যুগ্ম সম্পাদক সাদমান শরীফ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এএম সাদ্দাম হোসেন, নির্বাহী সদস্য আহসান আরিফ নিলয়, পাঠচক্র বিষয়ক সম্পাদক সামিয়া আলম প্রমুখ।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, আমরা সততা এবং স্বচ্ছতার সাথে গোপন ব্যালটের মাধ্যমে ভোট সংগ্রহ করেছি। সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। ‌ভোটারদের সহযোগিতায় আমরা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানান তারা।

সাহিত্য মঞ্চের সদ্য সাবেক সভাপতি মাইনুল ইসলাম মানিক বলেন, সাহিত্য মঞ্চ আমার ভালোবাসা এবং প্রানের সংগঠন। আমি এই সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং পরপর দুইবার সভাপিতর দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্ব পালনকালীন সময়ে প্রত্যেক সদস্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আমি সবার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা।

তিনি আরো বলেন, সংগঠনের নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আমি তৃতীয় কাউন্সিলে প্রার্থী হইনি। আমি চাই সংগঠনের সদস্যদের থেকে নতুন নেতৃত্বে সৃষ্টি হোক। নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে অভিবাদন ও শুভেচ্ছা। আশা করছি, সংগঠনের অগ্রযাত্রাকে তারা আরও তরান্বিত করবেন। নতুন কমিটিকে আমি আমার অবস্থান থেকে তাদের কাজে সর্বোচ্চ সহযোগিতা করবো। সাহিত্য মঞ্চের পথচলা সুদীর্ঘ হোক, কর্মচাঞ্চল্যে প্রাণময় হোক, এই প্রত্যাশা রাখি।

প্রসঙ্গত : ২০১৮ সালে ৩০ নভেম্বর সাহিত্য মঞ্চ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর সংগঠনটির প্রথম আয়োজন ছিলো ‘প্রমিত উচ্চারণ, উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক কর্মশালা’। এতে প্রায় আড়াইশ’ প্রশিক্ষণার্থী ৫০টাকা রেজিস্টেশন ফি দিয়ে দিনব্যাপী এই কর্মশালায় অংশ গ্রহণ করে। এছাড়াও সাহিত্য মঞ্চ লেখক-পাঠক মৈত্রী প্রহর, কবিতা প্রহর, চড়ুইভাতি ও নৌ-ভ্রমণ, জ্যোৎস্না উৎসব, মৌসুমি ফলচক্র, বিভিন্ন জাতীয় দিবসের আলোচনা সভা, কবিতা পাঠের আয়োজন করে।
দেশের খ্যাতনামা আবৃত্তি শিল্পীদের মাধ্যমে চাঁদপুরে উচ্চারণ-উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক দীর্ঘমেয়াদী কর্মশালার আয়োজন করে। সংগঠনের রয়েছে নিজস্ব একটি শক্তিশালী আবৃত্তি দল। যারা বিজয় মেলা, একুশে বই মেলা, নারী উদ্যোক্তা মেলা, ইলিশ উৎসবের মতো বড় আয়োজনগুলোতে অংশগ্রহণ করে আবৃত্তি পরিবেশন করে এবং স্বীকৃতিস্বরুপ সনদপত্র ও ক্রেস্ট অর্জন করে।

সবকিছু ছাপিয়ে সাহিত্য মঞ্চের এই পথচলায় সবচেয়ে বড় অর্জনের পালকটি হলো ‘চাঁদপুর সাহিত্য সম্মেলন এবং মুহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার। সৃজনের সম্মিলনে করি অমৃত মন্থন’ এই স্লোগানকে ধারণ করে টানা চতুর্থ বারের মতো স্থানীয় এবং দেশবরেণ্য কবি-লেখক-সাহিত্যিকদের মিলনমেলার এ আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রয়াত জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও অনুবাদক ড. মাসুদুজ্জামান, বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহাতাব সুমন, দেশবরেণ্য কবি ফরিদ কবিরসব অনেক গুণী ব্যক্তি অংশগ্রহণ করেছেন।
বাংলা সাহিত্যে বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশবরেণ্য লেখক ও সংগঠককে দেয়া হয় ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ