শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৮

29.4 C
Bangladesh
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
spot_imgspot_img

শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি দুপুর ১২:৫৮

হাইমচর প্রেসক্লাবের কার্যকরী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

হাইমচর প্রতিনিধি: হাইমচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঠিকানা হাইমচর প্রেসক্লাব। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় অদ্যবধি পর্যন্ত এ প্রেসক্লাবে কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্টায় প্রতিষ্ঠালগ্ন থেকে ১ বছর, ২ বছর ও ৩ বছর মেয়াদী কার্যকরী পরিষদ গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৫ ইং সনের কার্যকরী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহেদ হোসেন দিপু।

রবিবার (১৬ মার্চ) বাদ আছর হাইমচর প্রেসক্লাব ভবনে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সহ-সভাপতি জি.এম জহির, খন্দকার আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মহসিন মিয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ শরীফ হোসেন। কার্যকরী কমিটির নির্বাহী সদস্য মাওলানা মোঃ আলী আকবর, মোঃ মাজহারুল ইসলাম শফিক ও জি.এম ফজলুর রহমান আকাশ।

হাইমচর প্রেসক্লাবে ৫২ জন সম্মানিত সদস্য রয়েছেন। এর মধ্য থেকে ১৫ জনকে বিভিন্ন দায়িত্ব দিয়ে কার্যকরী পরিষদ গঠন করা হয়। ১ বছর মেয়াদি এ কমিটি কমিটিতে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

জানা যায়, প্রেসক্লাব সদস্যদের মধ্যে নেতৃত্ব তৈরির প্রচেষ্টা কার্যকরী কমিটির মেয়াদ এক বছর করা হয়। এক কমিটির সভাপতি ও সম্পাদক পরপর ২ মেয়াদে প্রার্থী হওয়া বা এ পদে আসার সুযোগ পাবেন না। এতে করে নতুন নতুন নেতৃত্ব তৈরি হবে বলে মনে করছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যগন। নতুন কমিটির সভাপতি ও সম্পাদক জানান খুব শীঘ্রই একটি তারিখ নির্ধারণ করে আমরা নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের অভিষেক অনুষ্ঠান করবো।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা আলী আকবর বলেন- প্রেসক্লাবে সম্মানিত সদস্যগন প্রায় সবাই-ই কার্যকরী কমিটিতে পদ পাওয়ার যোগ্য। কার্যকরী পরিষদে এক কমিটিতে সবাইকে রাখা সম্ভব না। তবে এক বছর মেয়াদি এ কার্যকরী কমিটিতে পর্যায়ক্রমে সকল সম্মানিত সদস্য-ই পদ পদবিতে আসার সুযোগ পাবেন। আমরা চেষ্টা করেছি একটি সক্রিয় ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে কার্যকরী কমিটি ঘোষণা করার। আমাদের প্রতিষ্ঠাতা সদস্যগন, সভাপতি ও সম্পাদকের সমন্বয়ে দীর্ঘ প্রচেষ্টার পর পরিশ্রমী, কর্মঠ ও মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ