ফরিদগঞ্জ প্রতনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পৌর এলাকার বাসস্ট্যান্ডে আরাফাত চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা সভাপতি আবুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির আলী খান,এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক দলের সভাপতি আমিনুল ইসলাম নয়ন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন,
পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী সাধারণ সম্পাদক আমিন মিজি, ৬নং ইউনিয়ন ছাতদলের নেতা মারুফ সর্দার, উপজেলা সাংস্কৃতিক দলের সদস্য জুয়েল মুসা গাজী, পাটওয়ারী, ছিদ্দিকুর রহমান, মোক্তার মিজি, আজিজ খান, মামুনুর রহমান সুমন, বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ দেশ এবং দেশের অর্থনৈতিক ধ্বংস করে ফেলেছে অতি শীঘ্রই নির্বাচনের দাবী জানান, আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও ওয়ালি উল্লাহ।




