কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের দক্ষিন বড়দৈল গ্রামের নতুন বাড়িতে কাতার প্রবাসী নাজমুল হোসেনের বাড়ীর টিনেরসীমানা জোরপূর্বক ভাংচুর ও বিভিন্ন প্রজাতির গাছগাছালি কেটে উপড়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার বিকালে একই গ্রামের আব্দুল বারেক ও তার মেয়ে সুর্বনা আক্তার ও পূত্রবধু খাদিজা বেগম গংদের বিরুদ্ধে ভাংচুর ও গাছতুলে ফেলার এ অভিযোগ উঠেছে।
সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান, কচুয়া উপজেলার বড়দৈল গ্রামের অধিবাসী জিসান আহমেদ পুত্র কাতার প্রবাসী নাজমুল হোসেন দক্ষিন বড়দৈল জমি ক্রয় করে বাড়ী ঘর নির্মাণ করে প্রায় ১৫ বছর যাবত শান্তিপূর্ন ভাবে বাবা- মা নিয়ে বসবাস করে আসছে। সম্প্রতি তাদের বাড়ী সংলগ্ন পশ্চিম পাশে সীমানা প্রাচীর ও প্রায় অর্ধ শতাধিক ফলজ- বনজ গাছ কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এতে তাদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার আরো জানান, প্রতিপক্ষরা প্রভাব খাটিয়ে ও স্থানীয় কিছু লোকজনের কু-পরামর্শে তাদের বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর ও গাছগাছালি কেটে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার উপজেলা প্রশাসনসহ এলাকাবাসীর কাছে ন্যায়বিচার দাবি করেছেন। এ ঘটনায় খতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করলে মঙ্গলবার বিকেলে কচুয়ার সাচারফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অভিযুক্ত আবদুল বারেক মিয়ার বক্তব্য জানতে তারমুঠো ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।




