স্টাফ রিপোর্টার: চাঁদপুরের সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ৪৮টি পরিবারের মাঝে ক্রসবীড বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বকনা বাছুর বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুকবুল হোসেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কম্পিউটার প্রশিক্ষক মোঃ তানভীর হোসেন, ফিল্ড ফেসিলেটর অমিত ত্রিপুরা সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুকবুল হোসেন বলেন, এই প্রকল্পের অধীনে পর্যায়ক্রমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৩৯ টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। ইতোপূর্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারদের মাঝে ১৫টি ক্রসবীড বকনা বাছুর, ৪৮টি পরিবারকে ২০টি করে হাঁস ও ১০টি পরিবারকে ২টি করে ভেড়া বিতরণ করা হয়েছে।




