স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত কমিটিতে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কাদির মিজি। গত ৪মে চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন ও সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান স্বাক্ষরিত ও গতকাল ৫মে হস্তান্তরিত কমিটিতে তিনি উক্ত পদে নির্বাচিত হন।
জানা যায়, আব্দুল কাদির মিজি বিএনপি সংগঠনের একজন সক্রিয় রাজনৈতিক কর্মী। দলের দুঃসময়ে সকল কর্মকান্ডে তিনি অংশ গ্রহন করেছেন। দলীয় সংগঠনের নেতাকর্মীদের সাথে সমন্বয় করে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। আসামী হয়েছেন ৪টি প্রতি হিংসা মূলক রাজনৈতিক মামলার। যাতে ব্যবসা বানিজ্য ও সামাজিক সহ অর্থবিত্তে হয়েছেন ক্ষতিগ্রস্থ। তাই তিনি সকলের কাছে ত্যাগী কর্মী হিসেবে বেশ পরিচিত।
এর আগে তিনি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির দুইবারের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। যার কারনে তিনি যোগ্য কর্মী হিসেবে উক্ত কমিটিতে সম্মানিত স্থানে অধিষ্ঠিত হতে পেরেছেন।
এদিকে তিনি নব নির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম সহ সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন, সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান ও রামপুর ইউনিয়ন বিএনপি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তার দায়িত্ব পালনে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।




