শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৮

29.4 C
Bangladesh
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
spot_imgspot_img

শনিবার ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি দুপুর ১২:৪৮

চাঁদপুরে মোটরসাইকেল-অটো রিক্সা সংঘর্ষে নিহত-২

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা ও অটোরিকশা চালক নিহত হয়েছেন। এতে আরো ৩ জন আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) রাত ১২টায় শহরের চেয়ারম্যানঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত ছাত্রদল নেতার নাম সমুদ্র মাল (২৬)। সে চাঁদপুর পৌরসভা ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য। সে বাবুরহাট মাল বাড়ির বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মৃত মনির মালের ছেলে। আর নিহত অটোরিকশা চালকের নাম ইসমাইল (২০)। তিনি নাটোরের বাসিন্দা।

স্হানীয়রা জানান, জেলা জজ কোর্ট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ছাত্রদল নেতা সমুদ্র মাল শহর থেকে ব্যক্তিগত কাজ শেষে বাবুরহাট বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা ঘোরানোর সময় মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে আরো ৩জন আহত হয়েছেন। যাদের মধ্যে গুরুতর আহত দু”জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা ৫ জনের মধ্যে দু”জনকে মৃত অবস্থায় পেয়েছি। নিহত দু”জনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: বাহার মিয়া বলেন, নিহতের লাশ দুটো থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনে প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ