সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৪

25.9 C
Bangladesh
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
spot_imgspot_img

সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি সন্ধ্যা ৭:০৪

চাঁদপুরে বিএসটিআই’র নিবন্ধন না থাকা জরিমানা

ষ্টাফ রিপোটার॥   চাঁদপুরে বিএসটিআই”র মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করা এবং মোড়কে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৩টি খাবার তৈরির কারখানা মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১০ আগস্ট) দুপুরে শহরের পুরাণবাজার এলাকায় চাঁদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক এবং মো: আনিসুর রহমান।

বিকেলে বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএসটিআই আইন লঙ্ঘন করায় শহরে পুরাণবাজার মেরকাটিজ রোডে মেসার্স সিটি ফুড প্রোডাক্টস মালিককে ১০ হাজার টাকা, ওই এলাকার মেসার্স আদি মিষ্টি মেলার মালিককে ২ হাজার টাকা এবং রয়েজ রোড এলাকার মেসার্স পাঁচতারা ফুড প্রোডাক্টস মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) মো: আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: হাফিজুর রহমান। জনস্বার্থে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তা আমিনুল ইসলাম শাকিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ