সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৮:১৭

23.3 C
Bangladesh
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
spot_imgspot_img

সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি রাত ৮:১৭

চাঁদপুরে ভোক্তা অভিযানে ৪০হাজার টাকা জরিমানা

ষ্টাফ রিপোটার । চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর  অভিযান ১টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনী পুরাণ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, রসমালাইতে মেয়াদ না থাকা এবং ঘি তে রঙ মেশানোর অপরাধে  মীম বনফল সুইটস এন্ড পেস্টি শপকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক বাদশা মিয়া পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
এসময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মো: রাজু মিয়া এবং যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ