সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৫

25.9 C
Bangladesh
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
spot_imgspot_img

সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি সন্ধ্যা ৭:২৫

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নৌ র‌্যালী

ষ্টাফ রিপোটার ॥ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চলতি অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। এউপলক্ষ্যে চাঁদপুরে মেঘনার মোহনায় একটি নৌ র‌্যালী বের হয়।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। তিনি বলেন, চাঁদপুরে গর্বের তিনটি বিষয়। পদ্মা-মেঘনা নদী, ইলিশ ও পর্যটন। ইলিশের প্রজনন রক্ষা না হলে চাঁদপুরে ইলিশ নিয়ে গর্বের বিষয়টি থাকবে না। জেলেদের উদ্দেশ্যে বলেন, এবছর আপনাদের একাধিকবার সচেতন করেছি এবং একই সাথে ইলিশ না ধরার জন্য অনুরোধ করেছি। আশা করি আপনারা ইলিশ ধরার জন্য নদীতে নামবেন না। যদি কেউ আইন অমান্য করেন তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ এর সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা, কোস্ট কার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ,  প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, মৎস্য বনিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও মৎস্যজীবী কামাল হোসেন।

সভা শেষে দুপুরে জেলা টাস্কফোর্সের অংশীজন, মৎস্যজীবী নেতা, জেলে সহ বিভিন্ন পেশা শ্রেণির লোকজনের অংশগ্রহনে মেঘনা নদীর মোহনায় সচেতনতামূলক র‌্যালী বের করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ