ষ্টাফ রিপোটার । চাঁদপুরে প্রায় ৮ লক্ষ শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন।
রবিবার (১২ অক্টোবর) চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ দিন জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। এই কর্মসূচির মাধ্যমে জেলায় প্রায় ৮ লক্ষ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নুর আলম দীন, সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় এ কে এম মাহবুবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।




