চাঁদপুর প্রতিনিধি ॥চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৬৮০ বোতল ফেনসিডিল, একটি মাইক্রোবাসসহ ১ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদখা’র বাজারস্থ এলাকায় জেলা গোয়েন্দা শাখার এসআই কামরুল হাসান কায়কোবাদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান দীপুকে একটি মাইক্রোবাসহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার সফরমালি বসু মিজি বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




