রবিবার ১৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৪

27.7 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
spot_imgspot_img

রবিবার ১৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ২৪শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি বিকাল ৩:২৪

বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন যারা

খেলাধুলা ডেস্ক: বছরজুড়ে তিন ফরম্যাটের ক্রিকেটে আলো ছড়িয়েছেন এমন ক্রিকেটারের সংখ্যা কম নয়। বছর শেষে এখন স্বীকৃতির পালা। এই আলো ছড়ানো ক্রিকেটারদের মধ্য থেকে বাছাই করা হবে বর্ষসেরা ক্রিকেটার। আইসিসি প্রতি বছর বর্ষসেরা ক্রিকেটারের হাতে তুলে দেয় স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডারের নামাঙ্কিত এই ট্রফির সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আইসিসি।

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই তালিকায় থাকা চার ক্রিকেটারের মধ্য থেকেই ভোটের মধ্যমে বছরের সেরা খেলোয়াড়ের হাতে তুলে দেয়া হবে এ বছরের স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় থাকা চার ক্রিকেটার হলেন- ইংল্যান্ডের দুই ব্যাটার জো রুট ও হ্যারি ব্রুক, অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ট্রাভিস হেড এবং ভারতের ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাহ। এদের মধ্যে রুট ও হেড আগেও এই পুরস্কারের জন্য মনোনয়ন পেলেও পুরস্কার জিততে পারেননি। অন্যদিকে ব্রুক ও বুমরাহ প্রথমবারের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট লাল বলে দারুণ একটা বছর কাটিয়েছেন। এ বছর তার চেয়ে বেশি রান (১৫৫৬) ও শতক (৬টি) হাঁকাতে পারেননি কেউই। এই নিয়ে পাঁচবার বছরে হাজারের বেশি রান করলেন তিনি।

এদিকে ইংল্যান্ডের তরুণ তারকা হ্যারি ব্রুকও মূলত টেস্টের পারফরম্যান্সের কারণেই মনোনয়ন পেয়েছেন। টেস্টে বছরের একমাগ্র ট্রিপল সেঞ্চুরিটি তার ব্যাট থেকেই এসেছে। পাকিস্তানের বিপক্ষে ৩১৭ রানের ইনিংস খেলা ব্রুক ২০২৪ সালে ১২ টেস্টে ৫৫ গড়ে ১১০০ রান করেছেন। এ বছর ৪টি সেঞ্চুরি হাঁকানো ব্রুক টেস্টে রুটকে পেছনে ফেলে টেস্টের নম্বর ওয়ান ব্যাটারও হয়েছিলেন।

অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন তিন ফরম্যাটেই তার দারুণ পারফরম্যান্সের কারণে। ৯ টেস্টে ৬০৮ রান করা হেড ১৫ টি-টোয়েন্টিতে ১৭৮.৪৭ স্ট্রাইক রেটে করেছেন ৫৩৯ রান। বছরের সেরা ইনিংসটি তিনি চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অ্যাডিলেডে হওয়া দিবারাত্রির টেস্টে খেলেছিলেন। ১৪১ বলে ১৪০ রানের দারুণ ইনিংসটি অস্ট্রেলিয়াকে সিরিজে সমতায় ফিরিয়েছিল।

ভারতের পেসার জাসপ্রীত বুমরাহ বিদায়ী বছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন। টেস্টে মাত্র ১৪.৯২ গড়ে ১৩ টেস্টে ৭১ উইকেট শিকার করেছেন। টেস্টে তিনিই এ বছরের সর্বোচ্চ উইকেট শিকারি। ভারতকে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর নায়কও বুমরাহই। ৮ ম্যাচে ৪.১৭ ইকোনমি এবং অবিশ্বাস্য ৮.২৬ গড়ে ১৫ উইকেট শিকার করেন তিনি।

এদিকে টেস্টেও বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন জো রুট, হ্যারি ব্রুক ও জাসপ্রীত বুমরাহ। তাদের সঙ্গে এই সংস্করণের জন্য মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার নতুন সেনসেশান কামিন্দু মেন্ডিস।

আর মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার র‍্যাচেল হেইহো ফ্লিন্ট ট্রফির জন্য মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার এবং শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

বর্ষসেরা নির্বাচনে ভোট দিতে পারবেন সারা বিশ্বের ক্রিকেটভক্তরাই। আইসিসির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ভোট দেয়া যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ