সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫১

25.9 C
Bangladesh
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
spot_imgspot_img

সোমবার ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি সন্ধ্যা ৬:৫১

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি পুনর্গঠনের দাবীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: গত ১৫ দিনের মধ্যে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি দুইবার অনুমোদন হয়। সর্বশেষ কমিটি অনুমোদন হয় ১৯ জানুয়ারি।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ১৯ জানুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর সম্মারক লিপি দিয়েছে সর্বস্তেরের ছাত্র, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমিরা।

তারা জেলা ক্রীড়া সংস্থার সামনে থেকে বিক্ষোভ নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

সম্মারকলিপিতে বিক্ষোভকরীরা দাবী করেন, ১৯ জানুয়ারি কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. মহিউদ্দিনের নাম পরিবর্তন করে ১ জানুয়ারি দেয়া কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠক মারজুক মুঈদকে অন্তর্ভুক্ত করার দাবী জানানো হয়।

তাদের দাবী, মারজুক মুঈদের পরিবর্তে ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা মো. মহিউদ্দিন ক্রীড়াঙ্গনের কেউ নন এবং চাঁদপুরেও তিনি কখনো কোনো আন্দোলন সংগ্রাম এবং ক্রীড়াক্ষেত্রে ভূমিকা রাখেননি। এই মহিউদ্দিন আওয়ামী ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। এদিকে মারজুক মুঈদ ঐশ্বর্যকে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে নেয়ার দাবি না মানা হলে চাঁদপুরের সকল খেলোয়াড় এবং ছাত্রদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন তারা।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন গেলো ৫ জানুয়ারি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্য বিশিষ্ট্য একটি এডহক কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ কয়েকজনকে রাখা হয়েছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,700SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ