স্টাফ রিপোর্টার: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকার করায় ১৬ জেলেকে নৌ-পুলিশ আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৬টি বেহুন্দি জাল, ৬টি ইঞ্জিন চালিত নৌকা, ৮লাখ ১৫ হাজার ৭শ” মিটার কারেন্টজাল এবং ১শ” ৩০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএমএস ইকবাল।
নৌ পুলিশের তথ্যে জানা গেছে, গত ২৪ঘন্টা চাঁদপুর নৌ-থানা এলাকার পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রাবাহী লঞ্চ এমভি জামাল-৮ থেকে ১২টি চায়না চাই জব্দ করা হয়।এছাড়া ইলিশ অভয়াশ্রম অভিযানের অংশ হিসেবে চাঁদপুর মোহনা, লগিমারা-চর রাজরাজেশ্বর, আমিরাবাদ ও বহরিয়া এলাকা থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১৬ জেলেকে আটক করা হয়।
আটককৃত ১৬ জেলের মধ্যে ১২ জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মৎস্য আইনে ৬টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বাকী ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।
অপরদিকে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস, জাটকা মাছ স্থানীয় দরিদ্রদের মাঝে ও এতিমখানায় বিতরণ করা হয়।
বাঁশের ঝোপগুলো নদীতে বাল্কহেড দ্বারা বিনষ্ট এবং বেহুন্দি জাল, নৌকা ও চায়না চাই থানার হেফাজতে রাখা হয়েছে।
চাঁদপুর নৌ থানার ওসি কেএমএস ইকবাল বলেন, বিশেষ অভিযানের ফলে ইলিশ রক্ষা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা যায়। চাঁদপুর নৌ থানা জনগণের সহযোগিতায় মৎস্য সম্পদ সংরক্ষণে সব সময় কাজ অব্যাহত রাখবে।




