শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ, অব্যবস্থাপনায় বেকারি পরিচালনার দায়ে ভ্রাম্যমান আদালত মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ৩টার দিকে পৌরসভার ঠাকুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন জানায়, ঠাকুর বাজার এলাকায় বি-বাড়িয়া ফুড এন্ড বেকারীতে অব্যবস্থাপনা, বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এসময় প্রসিকিউশন প্রদান করেন, বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম শাকিল। শাহরাস্তি থানা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।




