হাইমচর প্রতিনিধি: হাইমচরে গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণে দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালার প্রতিপাদ্য ছিল- “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে- চলো যাই গ্রাম আদালতে”। এতে উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৭২ জন ইউপি সদস্য অংশ নিচ্ছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্প এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো—দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সহজে, স্বল্প খরচে ও দ্রুত সময়ে ন্যায়বিচার পৌঁছে দেওয়া।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. গোলাম জাকারিয়া। উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে ও গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মো. জাকিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী এবং হাইমচর থানার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম।




