শুক্রবার ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:১৬

18.8 C
Bangladesh
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
spot_imgspot_img

শুক্রবার ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ভোর ৫:১৬

রঘুনাথপুরে কৌশলে অসহায়দের জায়গা দখলের পায়তারার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের ১ নং ওয়ার্ড রঘুনাথপুর এলাকায় কৌশলে অসহায়দের জায়গা দখলের পায়তারা করার অভিযোগ উঠেছে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই স্থানীয় আওয়ামী লীগ নেতার নাম চাঁন মিয়া।

ভুক্তভোগী হোসেন খান গংরা বলেন, আমরা পূর্ব পুরুষ থেকে আমাদের পৈত্রিক সম্পত্তি ভোগ করে আসছি।এই জায়গা সিএস,আরএস, বিএস সবকিছু আমাদের নামে। এমনকি খারিজও আমাদের নামে। আমরা নিয়মিত খাজনা দিয়ে আসছি। আমাদের পূর্ব ওয়ারিশ কোব্বাত খাঁ পৈত্রিক ও খরিদ সূত্রে মোট সম্পত্তির মালিক হয়েছে ৪৯ শতাংশের। কিন্তু উনি নিজে জীবিত থাকা অবস্থায় বিভিন্ন দাগে বিভিন্ন তারিখে মৌখিক আপোষ বন্টনের মাধ্যমে বিক্রি করে ফেলছেন ৬২ শতাংশ। অর্থাৎ তিনি যা পান তার চেয়ে বেশি বিক্রি করে গেছেন।সেই হিসেবে তিনিতো এখন দেনা রয়েছেন।অথচ তার মেয়ে হাসিনা বেগম গংদেরকে ওয়ারিশ দেখিয়ে ২০১০ সালে একটা ভূয়া দলিল করে স্থানীয় আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া আমাদের জায়গা দখলের পায়তারা করতেছে।তারা তিন ভাই চান মিয়া, বিল্লাল খান, আক্কাছ খান আওয়ামী লীগ করে।এরা সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খানের পরিচয়ে দেখিয়ে দীর্ঘ দিন থেকে এলাকায় প্রভাব খাটিয়ে আসছে।

মোহাম্মদ হোসেন খানের পিতা হাফেজ আব্দুর রহিম খান বলেন,আমরা বাব দাদার আমল থেকে আমাদের এই জায়গা মৌখিক আপোষ বন্টনের মাধ্যমে ভোগ করে আসছি।এখন আওয়ামী লীগের একটি গ্রুপ ভূয়া দলিল করে আমাদের জায়গা দখলের পায়তারা করতেছে।

এবিষয়ে অভিযুক্ত চান মিয়ার বক্তব্যের জন্য তার বাড়িতে গিলে তাকে পাওয়া যায়নি।এসময় তার ভাই থাকলেও কিছুই বলতে রাজি হয়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ