শুক্রবার ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৩

18.8 C
Bangladesh
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
spot_imgspot_img

শুক্রবার ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি সকাল ৬:৩৩

হ্যাকার আতঙ্কে ফরিদগঞ্জের সাংবাদিকরা

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জের সাংবাদিকদের কারো কারো নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে তারা আওয়ামীলীগের বিরুদ্ধে অপপ্রচার ও বাজে মন্তব্য লিখলেই তাদেরকে ভার্চুয়ালি নির্মূল করার মিশনে নেমেছে BSL-CHANDPUR CYBER GANG নামের এই পেজটি। এতে করে বেশিরভাগ সাংবাদিকের আইডিতে বারবার সাইবার হামলা করে যাচ্ছেন রাকিবুল হাসান নামের এক প্রবাসী তরুণ। ইতোমধ্যে এর দায় স্বীকার করে BSL-CHANDPUR CYBER GANG তাদের পরিচালিত একটি ফেসবুক পেইজ থেকে বারবার জানান দিচ্ছে। এতে করে ফরিদগঞ্জের বেশিরভাগ সাংবাদিক গত কিছুদিন যাবৎ ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে লেখার অভিযোগ এনে বিদেশে নিরাপদ অবস্থান করে সাইবার হামলা করে যাচ্ছে ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজার এলাকার হ্যাকার রাকিবুল হাসান। এখন পর্যন্ত অন্তত একাধিক সংবাদকর্মীর ফেসবুক একাউন্ট নষ্ট করার পর BSL-CHANDPUR CYBER GANG তাদের নিজস্ব পেইজ থেকে পোস্ট করে তা নিশ্চিত করছে। এতে‌ সাংবাদিকদের ফেসবুক আইডি সাইবার হামলার শিকার হয়েছে।

জানা যায়, সংবাদকর্মীদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে BSL-CHANDPUR CYBER GANG নামের একটা গ্রুপ থেকে হুমকি দিচ্ছেন এই তরুণ। এ বিষয়ে এক সংবাদকর্মী জানান, ‘থানায় অভিযোগ জানিয়েছি; কিন্তু হ্যাকার বিদেশে অবস্থান করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সংবাদকর্মীরা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করলেও আওয়ামীলীগ সমর্থিত এই হ্যাকার বারবার সাইবার হামলা চালিয়ে যাচ্ছেন। আমরা এই হ্যাকারের জন্য অতিষ্ঠ।’

ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে বেশ কয়েকজন সাংবাদিক ইতোমধ্যে ফরিদগঞ্জ থানায় অভিযোগও করেছেন। এ বিষয়ে হ্যাকার রাকিবুলের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি বিএনপি জামায়াত ও বামদলের দালালদের মিডিয়ায় থাকতে দিব না। কোনো নির্দিষ্ট নয়, কথা হচ্ছে যেসব সাংবাদিক আওয়ামীলীগ থেকে ফায়দা নিয়েছে এখন দল বদল করে আওয়ামীলীগকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের ছাড় নাই। আমার উদ্দেশ্য অনলাইনে গুজব ও অপপ্রচার থেকে আওয়ামীলীগকে রক্ষা করা, যেন সাধারণ জনগণ সত্যটা জানতে পারে। তাই যারা গুজব ও অপপ্রচার করবে তাদের বিরুদ্ধে CHANDPUR CYBER GANG থেকে সাইবার হামলা চালানো হবে।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি জিডি করার প্রস্তুতি চলছে কয়েকজনসাংবাদিকের পক্ষ থেকে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, ‘আপনারা অভিযোগ দিয়ে যান, দেখি কী করা যায়।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ